Thursday, February 16, 2017

স্ক্যাল্পিং

 

 

স্ক্যাল্পিং

আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আর আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। কাজেই সাবধানে বুঝে ট্রেড করা উচিত।


স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয়, তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে। আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় M1, M5, M15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন।
অনেকেই স্ক্যাল্পিংয়ের জন্য অনেক ইন্ডিকেটর ফলো করে থাকেন। কিন্তু স্ক্যাল্পিংয়ে ইন্ডিকেটর খুব একটা কাজ করে না।
কিছু কিছু ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং সাপোর্ট করে না। তাই আপনি যে ব্রোকারের সাথে ট্রেড করছেন, সেই ব্রোকারের স্ক্যাল্পিং সম্পর্কে কোন রুলস আছে কিনা আগে জেনে নিন।


   <<Previous>>                                                                                                      <<Next>> 


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র






লিভারেজ কি?




লিভারেজ কি?

লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;১০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ১০০ গুন পর্যন্ত লোন দিবে।


ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে। লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোন অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে, তার থেকে বেশি লসে আপনার ট্রেড চলতে দিবে না। এইটাকে ফরেক্সে মার্জিন কল বলে।
 সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন ন।




  <<Previous>>                                                               <<Next>> 



ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র



স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম

 


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র

 

স্প্রেডঃ

আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি চার্জ হিসেবে কেটে নেয়।
যেমন ধরুন আপনি ১.০৬৫০০ এ EUR/USD BUY করলেন, কিন্তু তা ১.০৬৫১০ এ ওপেন হল অর্থাৎ ১ পিপস ফি ব্রোকার চার্জ ধরেছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $১ লসে ওপেন হবে।


বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন instaforex এ EUR/USD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু FBS এ EUR/USD এর স্প্রেড ১ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড অনেক বেশি হয় তাই ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।

স্টপ লস এবং টেক প্রফিটঃ
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.০৬৬০০ তে একটি BUY ট্রেড ওপেন করলেন। এখন আপনি চাচ্ছেন যে, ১০০ পিপস লাভ করবেন এবং ১০০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ১০০ পিপস স্টপ লস এবং ১০০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। এর ফলে আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

টাইমফ্রেমঃ
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট সময়ের যেমন, ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিলতা আমরা জানতে পারি। যেমন আমরা যদি ৫মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
  • কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
  • কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
  • প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
  • প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে।
  • M1
  • M5
  • M15
  • M30
  • H1
  • H4
  • D1
  • W1
  • MN
    আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখেন তাহলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।







 




    <<Previous>>                                                                                                      <<Next>>




ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র









লট/ভলিউম




ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র



লট/ভলিউমঃ
লট ব্যাপারটি অনেক সহজ। ফরেক্স মার্কেটে প্রতি পিপস মুভমেন্টে আমরা লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.০৬৫০০ থেকে ১.০৬৫১০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। এখানে লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে কি পরিমান লাভ বা লস হবে।

ফরেক্স ব্রোকারদের আমরা সুবিধার জন্য ৩ ভাগে ভাগ করছি।

      *** স্ট্যান্ডার্ড লট ব্রোকার
      *** মিনি লট ব্রোকার
      *** মাইক্রো লট ব্রোকার

স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ১ লট = $১০/পিপস। কিন্তু মিনি লট ব্রোকারে ১ লট = $১/পিপস। আর মাইক্রো লট ব্রোকারে ১০ লট = $১/পিপস।
তারমানে, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করা হয় এবং ১০ পিপস অনুকুলে যায় তবে এক্ষেত্রে লাভ হচ্ছে $১০x১০=$১০০. অনুরুপভাবে লস হলেও $১০০ হবে।
কিন্তু, মিনি লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করা হয় এবং ১০ পিপস অনুকুলে যায় তবে এক্ষেত্রে লাভ হচ্ছে $১x১০=$১০. অনুরুপ লস হলেও $১০ হবে।
আর, মাইক্রো লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করা হয় এবং ১০ পিপস অনুকুলে যায় তবে  লাভ হচ্ছে $০.১x১০=$১. অনুরুপ লস হলেও $১ হবে।
একটু বিশদভাবে ব্যাখা করলে 

স্ট্যান্ডার্ড লট ব্রোকারেঃ
       ১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপস
       ০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপস
       ০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপস
       ১০ স্ট্যান্ডার্ড লট = $১০০/পিপস

মিনি লট ব্রোকারেঃ
       
       ১ মিনি লট = $১/পিপস
       ০.১ মিনি লট = $০.১০/পিপস
       ০.০১ মিনি লট = $০.০১/পিপস
       ১০ মিনি লট = $১০/পিপস 
মাইক্রো লট ব্রোকারেঃ
       
       ১ মাইক্রো লট = $০.১০/পিপস
       ০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
       ০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
       ১০ মাইক্রো লট = $১/পিপস 
এটাই হচ্ছে, স্ট্যান্ডার্ড লট, মিনি লট এবং মাইক্রো লটের পার্থক্য। ব্রোকাররা তাদের সুবিধা মত লট সাইজ ঠিক করে।
অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১০ সেন্ট। কিন্তু মিনি লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১ সেন্ট। আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ০.১ সেন্ট।



 <<Previous>>                                                                                                          <<Next>>



ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র




Sunday, February 12, 2017

ফরেক্স কি?









ফরেক্স কি? 

ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ একটি দেশের মুদ্রা বিপরীতে অন্য আরেকটি দেশের মুদ্যা ক্রয় বা বিক্রয় করা যায়।
যেমন, আমেরিকা বা USA এর মুদ্রা হছে ডলার, ব্রিটেন বা UK এর মুদ্রা হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারবেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের মুদ্রা আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করা যায়।

কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?

বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবর্তনশিল। ধরুন আপনি ১০০ ডলার দিয়ে ৮০ ইউরো ক্রয় করলেন। কয়েকদিনপর ইউরোর দাম বেড়ে গেল এবং আপনি তা বিক্রয় করে পেলেন ১২০ ডলার। তাহলে আপনার লাভ হল ২০ ডলার। এভাবে ফরেক্স মার্কেট থেকে আপনি আয় করতে পারবেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই লাভ করা যায়। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন মুদ্রার দাম বাড়লে বা কমলে, দুই ক্ষেত্রেই লাভ করা যায়। এটি ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।

ফরেক্স ট্রেড করার সুবিধাঃ

*** যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে। মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ।
*** এ মার্কেটে আছে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা। অর্থাৎ প্রথমে ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করে ফরেক্সের যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে রিয়েল ট্রেডে ট্রেড শুরু করা
***ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়।
*** স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য একটি ট্রেড খোলা সেটি হতে পারে ১৫, ২০ বা৩০ সেকেন্ডের জন্য। এত কিছু লাভ হলে ট্রেডটি বন্ধ করে দেওয়া।
*** ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। কাজেই ব্যাবসায়ি, চাকুরিজীবী, ছাত্র যে কেউ ফরেক্স মার্কেটে সুবিধামত ট্রেড করতে পারবে।
*** ফরেক্স ট্রেডিং বাসায় বসেই করা যায়। এ মার্কেটে ট্রেড করার জন্য অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উত্তোলন সব কিছু অনলাইনে করতে হয়।
*** একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন। এজন্য ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে।

ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি দরকার?

ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার অথবা এন্ডয়েড মোবাইল।

কিভাবে মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়?
 
ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। অ্যাকাউন্ট খোলার পর অনলাইন মুদ্রা যেমন নেটলার, ওকে পে, পারফেক্ট মানি,মাষ্টার কার্ড ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করে ফরেক্স ট্রেড শুরু করা যায়।
বাংলাদেশ থেকে সরাসরি ডিপোজিট করা যায় না তাই ডিপোজিট করতে হলে পরিচিত কারো কাছ থেকে ডলার নিয়ে ডিপোজিট করতে হবে। আর সেটি সম্ভব না হলে অনলাইনে অনেক গ্রুপ আছে যারা ডলার বিক্রয় করে তাদের কাছ থেকে কিনতে হবে।

আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং করতে হয় সফটওয়ার এর মাধ্যমে যা আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ইন্সটল করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ট্রেড করতে পারবেন।


                                                                                                                     
                                                                                                                           <<Next>>


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র





Wednesday, February 8, 2017

পিপস এবং পিপেটিস







পিপস এবং পিপেটিস পিপস (PIPS):

ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ মার্কেট ১.০৬৫০ থেকে
১.০৬৫৫ এ গেলে বুঝতে হবে এখানে মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে।
 
পিপস বের করার নিয়মঃ বেশি-কম = ১.০৬৫০ - ১.০৬৫৫ = ০.০০০৫
এখানে দশমিক বাদ দিয়ে হিসেব করলে
০৬৫০ - ০৬৫৫ = ৫
অর্থাৎ, মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে।


পিপেটিস(Pipettes):
কিছু কিছু ব্রোকারে দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.০৬৫০৫. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.০৬৫০৫ থেকে ১.০৬৬১০ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৫ পিপেটিস বেড়েছে অথবা ১০৫ পিপেটিস পরিবর্তন হয়েছে।





        <<Previous>>                                                                                       <<Next>>


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র
 





 

ফরেক্স মার্কেট বেসিক


 

ফরেক্স মার্কেট বেসিক


কারেন্সি পেয়ার:

শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে যেকোনো শেয়ারের মূল্য সে দেশের মুদ্রার বিপরীতে নির্ধারিত হবে। যেমন, আমাদের দেশের শেয়ার মার্কেটে কোনো শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয়।

কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব।
এই জন্যই ফরেক্স মার্কেটে সবকিছু কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়। 

যেমন ধরুন, EUR/USD (ইউরো/উএসডি), একটি কারেন্সি পেয়ার। বর্তমানে ১ EUR/USD =
১.০৬৫০ এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি ১.০৬৫০০ ডলার পাবেন। 
আবার, ১ GBP/USD = ১.২৫০০০ . এর মানে হচ্ছে ১ পাউন্ড দিয়ে আপনি ১.২৫০০০ ডলার পাবেন।

আরও কিছু কারেন্সি পেয়ারঃ

AUD/USD

GBP/USD
NZD/USD
USD/JPY
EUR/JPY ইত্যাদি

তবে একটি কথা, কারেন্সি পেয়ারের প্রথম কারেন্সি নির্দেশ করে তা দিয়ে আপনি কত পরের কারেন্সি পাবেন। 
যেমন,

১ EUR/USD = ১.০৬৫০০ এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি ১.০৬৫০০ ডলার পাবেন। 
 
তাহলে, ১ USD/EUR নির্দেশ করবে ১ ডলার দিয়ে আপনি কত ইউরো পাবেন। উত্তর হবে, ঠিক উল্টো, ১/১.০৬৫০ বা ০.০৯৩৮৯
এখানে দশমিকের পর ৫ তা ঘর পর্যন্ত নেয়া হয়েছে কারন ফরেক্স মার্কেটে সাধারনত মুভমেন্ট দশমিকের পরে ৪ আর ৫ নাম্বার ঘরেই বেশি হয়।


নোটঃ---- কোন কোন ব্রোকার দশমিকের পরে ৪ ঘর আবার কেউ দশমিকের পরে ৫ ঘর হিসাব ধরে



      <<Previous>>                                                                                             <<Next>>   


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র