Wednesday, February 8, 2017

পিপস এবং পিপেটিস







পিপস এবং পিপেটিস পিপস (PIPS):

ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ মার্কেট ১.০৬৫০ থেকে
১.০৬৫৫ এ গেলে বুঝতে হবে এখানে মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে।
 
পিপস বের করার নিয়মঃ বেশি-কম = ১.০৬৫০ - ১.০৬৫৫ = ০.০০০৫
এখানে দশমিক বাদ দিয়ে হিসেব করলে
০৬৫০ - ০৬৫৫ = ৫
অর্থাৎ, মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে।


পিপেটিস(Pipettes):
কিছু কিছু ব্রোকারে দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.০৬৫০৫. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.০৬৫০৫ থেকে ১.০৬৬১০ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৫ পিপেটিস বেড়েছে অথবা ১০৫ পিপেটিস পরিবর্তন হয়েছে।





        <<Previous>>                                                                                       <<Next>>


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র
 





 

1 comment:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete