Wednesday, February 8, 2017

ফরেক্স মার্কেট বেসিক


 

ফরেক্স মার্কেট বেসিক


কারেন্সি পেয়ার:

শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে যেকোনো শেয়ারের মূল্য সে দেশের মুদ্রার বিপরীতে নির্ধারিত হবে। যেমন, আমাদের দেশের শেয়ার মার্কেটে কোনো শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয়।

কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব।
এই জন্যই ফরেক্স মার্কেটে সবকিছু কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়। 

যেমন ধরুন, EUR/USD (ইউরো/উএসডি), একটি কারেন্সি পেয়ার। বর্তমানে ১ EUR/USD =
১.০৬৫০ এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি ১.০৬৫০০ ডলার পাবেন। 
আবার, ১ GBP/USD = ১.২৫০০০ . এর মানে হচ্ছে ১ পাউন্ড দিয়ে আপনি ১.২৫০০০ ডলার পাবেন।

আরও কিছু কারেন্সি পেয়ারঃ

AUD/USD

GBP/USD
NZD/USD
USD/JPY
EUR/JPY ইত্যাদি

তবে একটি কথা, কারেন্সি পেয়ারের প্রথম কারেন্সি নির্দেশ করে তা দিয়ে আপনি কত পরের কারেন্সি পাবেন। 
যেমন,

১ EUR/USD = ১.০৬৫০০ এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি ১.০৬৫০০ ডলার পাবেন। 
 
তাহলে, ১ USD/EUR নির্দেশ করবে ১ ডলার দিয়ে আপনি কত ইউরো পাবেন। উত্তর হবে, ঠিক উল্টো, ১/১.০৬৫০ বা ০.০৯৩৮৯
এখানে দশমিকের পর ৫ তা ঘর পর্যন্ত নেয়া হয়েছে কারন ফরেক্স মার্কেটে সাধারনত মুভমেন্ট দশমিকের পরে ৪ আর ৫ নাম্বার ঘরেই বেশি হয়।


নোটঃ---- কোন কোন ব্রোকার দশমিকের পরে ৪ ঘর আবার কেউ দশমিকের পরে ৫ ঘর হিসাব ধরে



      <<Previous>>                                                                                             <<Next>>   


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র


            

No comments:

Post a Comment