Sunday, March 12, 2017

কারেন্সি জোড়/পেয়ার







কারেন্সি জোড়/পেয়ার


ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।
উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.
আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।

প্রধান কারেন্সি পেয়ার-সমূহ:
নিচের কারেন্সি পেয়ারগুলোকে প্রধান কারেন্সি পেয়ার হিসেবে বিবেচনা করা হয়। এগুলোতেই বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড করা হয়।


 প্রধান ক্রস-কারেন্সি অথবা অপ্রধান কারেন্সি পেয়ার-সমূহ:
 ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে।

Euro Crosses



Yen Crosses



Pound Crosses

Other Crosses


Exotic Pairs

একটি প্রধান কারেন্সির সাথে আরেকটি কারেন্সি পরিপুরক হিসেবে যেই পেয়ারে যুক্ত হয়, তাকে Exotic পেয়ার বলে।


Exotic পেয়ারগুলোর স্প্রেড  EUR/USD অথবা GBP/USD এর তুলনায় দুই বা তিন গুন বেশি
তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা অব্যশই ভেবে করবেন।


  <<Previous>>                                                                  <<Next>>



ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র





No comments:

Post a Comment