Thursday, February 16, 2017

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম

 


ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র

 

স্প্রেডঃ

আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি চার্জ হিসেবে কেটে নেয়।
যেমন ধরুন আপনি ১.০৬৫০০ এ EUR/USD BUY করলেন, কিন্তু তা ১.০৬৫১০ এ ওপেন হল অর্থাৎ ১ পিপস ফি ব্রোকার চার্জ ধরেছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $১ লসে ওপেন হবে।


বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন instaforex এ EUR/USD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু FBS এ EUR/USD এর স্প্রেড ১ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড অনেক বেশি হয় তাই ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।

স্টপ লস এবং টেক প্রফিটঃ
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.০৬৬০০ তে একটি BUY ট্রেড ওপেন করলেন। এখন আপনি চাচ্ছেন যে, ১০০ পিপস লাভ করবেন এবং ১০০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ১০০ পিপস স্টপ লস এবং ১০০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। এর ফলে আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

টাইমফ্রেমঃ
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট সময়ের যেমন, ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিলতা আমরা জানতে পারি। যেমন আমরা যদি ৫মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
  • কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
  • কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
  • প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
  • প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে।
  • M1
  • M5
  • M15
  • M30
  • H1
  • H4
  • D1
  • W1
  • MN
    আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখেন তাহলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।







 




    <<Previous>>                                                                                                      <<Next>>




ফরেক্স কি?            ফরেক্স মার্কেট বেসিক         পিপস এবং পিপেটিস        লট/ভলিউম 

স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, টাইমফ্রেম          লিভারেজ কি?            স্ক্যাল্পিং

কারেন্সি জোড়/পেয়ার         অ্যাকাউন্ট ওপেনিং            অ্যাকাউন্ট ভেরিফিকেশন

ডিপোজিট এবং উইথড্র









1 comment:

  1. Borgata Hotel Casino & Spa - JTM Hub
    Borgata Hotel Casino 이천 출장마사지 & 남원 출장마사지 Spa has the highest 포천 출장안마 quality of 원주 출장안마 gaming in the entire state of 안성 출장마사지 New Jersey. Enjoy all of the amenities, including the

    ReplyDelete